আমরা প্রায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশি থেকে জন্মদিনের দাওয়াত পাই। তবে মাজে মধ্যে এমন সময় জন্মদিনের দাওয়াত পাই যখন হাতে তেমন টাকা থাকে না। আর ঠিক তখনিই আমরা খুঁজি কম টাকার ভিতরে কিভাবে ভালো কিছু গিফট দেওয়া যায়। কিভাবে কম খরচে জন্মদিনে আকর্ষণের পাত্র হওয়া যায় সেটা খুঁজি।
আর এই খোঁজাখুজির ভিতরে আমরা অনেকে কম খরচে ভুল কিছু কিনে ঠকে যাই। যেহেতু গিফট আকর্ষণীয় কিছু। তাই গিফট দেওয়ার আগে ভালোভাবে ভেবে দিতে হবে। তাই যাকে গিফট দিবেন তার বয়স,রুচি এবং পছন্দের বিষয়টি আগে বিবেচনা করে নিবেন।
আপনারা যারা ৫০০ টাকারট মধ্যে আকর্ষনীয় কিছু গিফট কিনতে চান তাদের জন্য আমি জন্মদিনের সেরা ১০টি গিফট দিলাম। আশা করা যায় এই গিফটগুলো যুগ যুগ ধরে সবার পছন্দের তালিকায় সেরা থাকবে।
 |
৫০০ টাকার মধ্যে জন্মদিনের সেরা ১০টি উপহার |
৫০০ টাকার মধ্যে জন্মদিনের সেরা ১০টি গিফট
১০| বই উপহার
জন্মদিনে বই উপহার দেওয়া সেরা একটি আইডিয়া। এক্ষেত্রে অবশ্যই যাকে আপনি গিফট করবেন তার বয়স এবং ব্যক্তিত্ব বিবেচনা করে সঠিক বইটি আপনাকে বেছে নিতে হবে। কারন আপনি যদি সঠিক বইটি বেছে নিতে ব্যর্থ হন তাহলে আপনার গিফটের কোনো ভ্যালু থাকলো না। তাই নিচে আমি ৫০০ টাকার মধ্যে কিছু বই দিলাম,
- রাগিব হাসানের বিজ্ঞানীদের কাণ্ডকারখানা
- শামসুজ্জামান খানের শ্রেষ্ঠ সায়েন্স ফিকশন গল্প
- হুমায়ূন আহমেদের মাতাল হাওয়া
- কাজী নজরুল ইসলামের গল্পের বই।
এছাড়াও আরো অনেক বই রয়েছে যা আপনি ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। আপনি ব্যক্তির বয়স এবং রুচি বিবেচনা করে এ সকল বইগুলো সংগ্রহ করতে পারেন।
৯|হাত ঘড়ি
ছোট-বড়, নারী-পুরুষ উভয়েরই ঘড়ি খুব পছন্দের। তাই কম খরচে ৫০০ টাকার মধ্যে ঘড়ি সেরা একটি উপহারের আইডিয়া হতে পারে। আর ঘড়ি এমন একটি উপহার যা দিনের মধ্যে কয়েক হাজারবার আপনার কথা মনে করিয়ে দিবে। তাই আমি বলবো আপনার সাধ্যের ভিতরে একটি ঘড়ি কিনে গিফট করুন।
০৮| চকলেট বক্স
ছেলে-মেয়ে, ছোট বাচ্চারা থেকে শুরু করে প্রায় সবাউ চকলেট পছন্দ করে। আপনার ছেলে কিংবা মেয়ে বন্ধু যে কেউই হোক না কেনো আপনি সবাইকেই চকলেট গিফট করতে পারবেন। আপনি ৫০০ টাকার ভিতরে দেশি-বিদেশি অনেক কোম্পানির ভালো ভালো চকলেট বক্সসহ পেয়ে যাবেন। সেখান থেকে একটা কিনে গিফট হিসেবে দিতে পারেন।
০৭| লেডিস ব্যাগ
আপনি যদি কোনো মেয়ে বন্ধুর জন্মদিনে কিছু গিফট করতে চান তাহলে তাকে ভালো সুন্দর একটি লেডিস ব্যাগ উপহার দেন। কারন মেয়েরা লেডিস ব্যাগ খুব পছন্দ করে। তারা যেকোনো যায়গায় নিজের লেডিস ব্যাগ নিয়ে যেতে পছন্দ করে।
০৬ | মানিব্যাগ উপহার
প্রতিটা ছেলেরই দৈনিন্দন চলার পথে মানিব্যাগ বা ওয়ালেট এর প্রয়োজন পড়ে। আপনি যে কোনো শোরুম বা ফুটপাত থেকে সহজেই ৫০০ টাকার মধ্যে ভালো কোয়ালিটিফুল মানিব্যাগ পেয়ে যাবেন। আপনি যদি ছেলে বন্ধুকে কোনো কিছু উপহার দিতে চান তাহলে মানিব্যাগ আপনার পছন্দের তালিকায় সবার উপরে থাকবে সেটা আশা করা যায়।
০৫ | ইমিটেশন অলংকার
হোক সে ছোট কিংবা বড় অলংকার পছন্দ করেনা এমন মেয়ে পৃথিবী একটিও নেই। একটা মেয়ে অলংকার পেয়ে যতটা খুশি হয় আমার মনে হয় না অন্য কিছুতে এতটা খুশি হয়। তাই ৫০০ টাকার মধ্যে আপনার মেয়ে বন্ধুকে অল্পতেই খুশি করে ফেলতে পারবেন।
০৪ | ফুলের তোরা
ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে একটিও নেই। বিশেষ করে মেয়েদের জন্য ফুল অনেক পছন্দের একটা বিষয়। ফুলের প্রতি মেয়েরা অনেক দ্রুর্বল থাকে। তাই আপনি ৫০০ টাকার ভিতরে একটি গোলাপ ফুলের তোরা বানিয়ে আপনার মেয়ে বন্ধু বা প্রিয় মানুষকে দিতে পারেন।
০৩ | পাখি
৫০০ টাকার মধ্যে আরেকটি সুন্দর উপহার হলো পাখি গিফট করা। পাখি পছন্দ করে না এমন মানুষ নেই এই জগতে। বিশেষ করে মেয়েরা পাখির প্রতি বা যে কোনো প্রাণী পালান করার প্রতি একটু বেশিই দুর্বল থাকে। তাই জন্মদিনে লাভ বার্ড, বাজিগরসহ কয়েক প্রকার পাখি ৫০০ টাকায় গিফট করতে পারেন।
০২| রেশমি চুড়ি শাড়ি
আপনি যার জন্মদিনে গিফট করতে চান সে যদি মেয়ে হয় তাহলে তাকে রেশমি চুড়ি এবং শাড়ি গিফট করতে পারেন। কারন ছোট থেকে বয়স্ক প্রায় সবাই চুড়ির পাশাপাশি শাড়ির প্রতি দুর্বল থাকে। তাই আপনার মেয়ে বন্ধুকে গিফট হিসেবে একই রঙের চুরি এবং শাড়ি গিফট করতে পারেন।
০১| পুতুল
বাচ্চা থেকে মেয়েরা প্রায় সবাই পুতুল পছন্দ করে। মেয়ে মানুষ মায়ের জাতি তাই তাদের যে কোনো জিনিস এর প্রতি মায়া বা পালন করার বিষয় একটু বেশিই থাকে, হোক সেটা পুতল বা বাচ্চা। আপনি যাকে গিফট করবেন সে যদি বাচ্চা বা মেয়ে মানুষ হয় তাহলে তাকে পুতল গিফট করুন। আর ৫০০ টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর কাপল পুতুল পাওয়া যায়। যা আপনার দেওয়া গিফটকে সবার উপরে রাখবে।
আপনার জন্য প্রয়োজনীয় কিছু আর্টিকেলঃ-