আমেরিকা ভিসা চেক করার নিয়ম| U.S. Visa Check

আমেরিকা ভিসা চেক করার নিয়ম | Usa Visa Check

আমেরিকা ভ্রমণ বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছেন? তাহলে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন কিভাবে অনলাইনে ঘরে বসে আমেরিকার ভিসা চেক করতে হয়।


আমেরিকা ভিসা চেক করার নিয়ম| U.S. Visa Check Online
আমেরিকা ভিসা চেক করার নিয়ম



আমেরিকা বিশ্বের সব থেকে উন্নত এবং ধনী দেশের মধ্যে একটি। উন্নত সমাজ, অধিক উপার্জন এবং উন্নত জীবনধারর লক্ষ্যে বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রতিবছর আমেরিকায় যায়। এছাড়াও প্রতিবছর ভ্রমন এবং উচ্চ শিক্ষার জন্যও দেশটিতে বাংলাদেশিরা পাড়ি জমায়। 

তবে দুঃখজনক ব্যাপার হলো আমেরিকান ভিসার মূল্য অনেক বেশি এবং ভিসা প্রসেসিংও খুব সময়বহুল। 

বাংলাদেশ থেকে যারা আমেরিকা যাত্রা করে তাদের মধ্যে অধিকাংশই ভুয়া এজেন্সি এবং দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়।  

তাই এই সকল ভুয়া এজেন্সি এবং দালাল থেকে বাঁচতে আমেরিকা যাওয়ার পূর্বে ভিসার স্ট্যাটাস চেক করে এর সত্যতা যাচাই করা উচিত। তাই চলুন এখন জেনেনেই কিভাবে আমেরিকা ভিসা চেক করতে হয়। 



আমেরিকা ভিসা চেক 

অনলাইনে আমেরিকা ভিসা চেক করার জন্য প্রথমে আমেরিকান অফিসিয়াল ভিসা ওয়েবসাইট U.S. DEPARTMENT of STATE নামক এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর ভিসার ধরণ (IMMIGRANT/NONIMMIGRANT সিলেক্ট করতে হবে।এরপর Visa Case Number MTL1617568910 দিতে হবে। সর্বশেষে নিচে ক্যাপচা কোড দিয়ে গাড়ো লাল Submit বাটনে ক্লিক করতে হবে।

লাল Submit বাটনে ক্লিক করার সাথে আপনার আমেরিকান ভিসা এর সকল স্ট্যাটাস চলে আসবে।আপনি ভালোভাবে ভিসা চেক করে দেখে নিবেন।


ভিসা চেক করার পুরো ব্যাপারটি ধাপে ধাপে নিচে স্কিন সর্টের মাধ্যমে দেখানো হলোঃ-


ধাপ ১ঃ ভিজিট করুন U.S. DEPARTMENT of STATE 

ভিসা চেক করতে প্রথসে আপনাকে আমেরিকান ভিসা সম্পর্কিত সরকারি ওয়েবসাইট U.S DEPARTMENT of STATE নামক এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনি চাইলে গুগলে গিয়ে সার্চ দিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।অথবা সময় বাঁচাতে আমার দেওয়া U.S DEPARTMENT od STATE এই লিংকে ক্লিক করেও সোজা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

আমেরিকা ভিসা চেক করার নিয়ম| U.S. Visa Check
আমেরিকা ভিসা চেক করার নিয়ম



ধাপ ২ঃ ভিসার ধরণ

এই ধাপে আপনাকে ভিসা চেক করার জন্য Visa Application Type অপশনটিতে আপনার ভিসার ধরণ সিলেক্ট করতে হবে। আপনার যদি আমেরিকার নাগরিকত্ব থাকে তাহলে আপনি IMMIGRANT Visa সিলেক্ট করুন।

তবে আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্য বা ভ্রমণ, কাজ,চিকিৎসা ইত্যাদি কারনে আমেরিকা যেতে চান তাহলে আপনাকে NONIMMIGRANT Visa সিলেক্ট করতে হবে।


ধাপ ৩ঃ ভিসা Case Number দিন

ধাপ ৩ এ আপনাকে ভিসার Case Number দিতে হবে। আপনি যখন ভিসার জন্য আবেদন করেছিলেন তখন আপনাকে একটি ইনভয়েস স্লিপ প্রধান করা হয়েছিল।ঐই প্রাপ্ত স্লিপে থাকা IMMIGRANT visa Case Number ও NONIMMIGRANT visa case Number সংগ্রহ করে খালি বক্সে দিতে হবে।


ধাপ ৪ঃ ক্যাপচা কোড পূরণ ও Submit 

শেষ ধাপে হিউম্যান ভেরিফিকেশনের জন্য আপনার সামনে একটি ক্যাপচা কোড আসবে, আপনি ক্যাপচা কোডটি Enter the Code as shown এ ডানপাশে দেওয়া ক্যাপচা কোডটি লিখে দিতে হবে।


ওপরের দেওয়া সকল তথ্য সঠিক থাকলে Submit এ ক্লিক করার কয়েক সেকেন্ড এর মধ্যে আপনার আমেরিকা ভিসার সকল স্ট্যাটাস দেখতে পারবেন। আপনি ভিসার সকল তথ্য ঠিক আছে কিনা একটু চেক করে নিবেন।


ইউএস এম্বাসির মাধ্যমে আমেরিকা ভিসা চেক

আমেরিকা ভিসা চেক করার জন্য আপনি সরাসরি নিকটস্থ ঢাকায় আমেরিকা এম্বাসিতে গিয়ে যোগাযোগ করতে পারেন। অথবা এম্বাসির সাপোর্ট চেট এর মাধ্যমেও আমেরিকা  ভিসা চেক করতে পারবেন। 


আমেরিকা ভিসা প্রসেসিং হতে কত দিন সময় লাগে

আমেরিকার যেকোনো ভিসা ক্যাটাগড়ির প্রসেসিং হতে প্রায় ৯০ দিনের মতো সময় লাগে।তবে অনেক সময় আবেদনকারীর তথ্য বা কাগজপত্রের জটিলতার কারনে ৯০ দিনের বেশিও লেগে যায়। 

তবে আপনার আমেরিকা ভিসা প্রসেসিং এর সময়টা নিকটস্থ ঢাকাতে অবস্থিত এম্বাসিতে গিয়ে জেনে নিবেন।


FAQ - প্রশ্নোত্তর

আমেরিকা ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি

U.S. DEPARTMENT OF STATE 


আমেরিকা ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে?

৯০ দিন।


পরিশেষে 

এই আর্টিকেলে আমেরিকা ভিসা চেক করার একদম সহজ পদ্ধতি আপনাদের সামনে উল্লেখ্য করলাম। আশা করা যায় এই আর্টিকেলের মাধ্যমে আপনি সহজই আমেরিকা ভিসা চেক করে ফেলেছেন। তবে এরপরও যদি আমেরিকা ভিসা চেক করতে সমস্যা হয়, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। 


আপনার জন্য প্রয়োজনীয় আরোও কিছু আর্টিকেলঃ-

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url