ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড
বর্তমানে যে কেউ অনলাইন খেকে খুব সহজেই মোবাইল বা কম্পিউটারের সাহায্যে নিজের নতুন বা পুরাতন ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন।
এখন অনলাইনে ঘরে বসেই নিজের ভোটার স্লিপ/ভোটার আইডি কার্ড নাম্বার ও মোবাইল নম্বরের মাধ্যমে মাত্র ১০ মিনিটেই নিজের জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।
অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য যা যা লাগবে
- ভোটার আইডি কার্ড নম্বর/ভোটার নিবন্ধন স্লিপের নম্বর।
- জন্মতারিখ (দিন/মাস/বছর)
- ওটিপি ভেরিফিকেশনোর জন্য একটি সচল মোবাইল নম্বর।
- একটি মোবাইল বা কম্পিউটার।
- যার ভোটার আইডি কার্ড ডাউনলোড করবে তার স্থায়ী বা বর্তমান ঠিকানা।
- ভোটার আইডি কার্ডের মালিক।(ফেস ভেরিফিকেশনের জন্য)
অনলাইনেই থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার কাছে উপরোক্ত বিষয়গুলো সবার আগে থাকতে হবে। ইতিমধ্যে উপরোক্ত ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রস্তুত NID বা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড
NID বা ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে সরকারী নির্বাচন কমিশনের ওয়েবসাইট services.nidw.gov.bd এই সাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করে রেজিষ্ট্রেশন অপশনে ক্লিক করে আপনার NID নম্বর,জন্ম তারিখ ও ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করে নিন। এরপর মোবাইল নম্বর এবং ফেস ভেরিফিকেশন করে ডান পাশে থাকা ডাউনলোডের অপশন থেকে ডাউনলোড করে নিতে হবে।
বর্তমানে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা অত কঠিন নয়। তবে আপনি যেনো ভোটার আইডি কার্ড আরোও সহজভাবে ডাউনলোড করতে পারেন সেটা আমি নিচে ধাপে ধাপে দেখিয়ে দিবো।
ধাপ ১ঃ NID Wallet মোবাইল এ্যাপ ডাউনলোড
ঘরে বসে অনলাইনে নিজের ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে NID Wallet মোবাইল এ্যাপ ডাউনলোড করে নিতে হবে। কারন ফেস ভেরিফিকেশনের জন্য NID Wallet এর প্রয়োজন রয়েছে। Google Play Store এ গিয়ে NID Wallet লিখে সার্চ দিয়ে সহজেই মোবাইল বা কম্পিউটারে এপসটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
ধাপ ২ঃ services.nidw.gov.bd ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন
বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে দুটো অপশন চলে আসবে। অপশন দুটোর মধ্যে প্রথম রেজিষ্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। কারন ২য় অপশনটি যারা নতুনভাবে ভোটার আইডি কার্ড করতে চায় তাদের জন্য।
সরকারি জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আপনাকে একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হবে এবং যাদের আগে রেজিষ্ট্রেশন করা নেই এবং নতুন একাউন্ট খুলবেন তারা আবেদন করুন এ ক্লিক করবেন। আর যাদের এই ওয়েবসাইটে আগেই একাউন্ট খোলা রয়েছে তারা একদম নিচে স্কল করে লগইন এ যান। আমার যেহেতু ভোটার আইডি কার্ড আগে করা আছে আমি রেজিষ্টার করুন এ ক্লিক করলাম।
ধাপ ৩ঃ জাতীয় পরিচয়পত্র/ফরম নম্বর এবং জন্ম তারিখ
এই ধাপে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নম্বর/ ফরম নম্বর দিয়ে জাতীয় নির্বাচন কমিশন ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। জন্ম তারিখ ও ছবিতে দেওয়া ক্যাপচা কোড দিয়ে নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড |
ধাপ ৪ঃ স্থায়ী ও বর্তমান ঠিকানা যাচাই করুন
সাবমিট বাটনে ক্লিক করার পর নিচের পেইজের মতো একটি পেইজ চলে আসবে। এখানে আপনি আপনার বর্তমান ঠিকানা বিভাগ, জেলা-উপজেলা ও স্থায়ী ঠিকানা বিভাগ, জেলা-উপজেলা সিলেক্ট করে পরবর্তী ধাপে যাবেন।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড |
ধাপ ৫ঃ মোবাইল নম্বর ভেরিফাই
এই ধাপে আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।ওপরের সকল তথ্য সঠিক থাকলে আপনার মোবাইল নম্বর দেখানো হবে।এছাড়াও আপনি নতুন মোবাইল নম্বর দিয়েও ভেরিফাই করতে পারবেন। আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে বার্তা পাঠান এ চাপুন।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড |
আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার Verification OTP পাঠানো হবে। আপনি Verification OTP খালি বক্সে দিয়ে বহাল এ ক্লিক করে মোবাইল নম্বর ভেরিফাই করে নিন।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড |
ধাপ ৬ঃ ফেইস ভেরিফিকেশন QR Code Scan
এই ধাপে Face Verification এর জন্য আপনাকে একটি QR Code দেখাবে। আপনাকে NID Wallet এর সাহায্য নিয়ে Face Verification করতে হবে।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড |
ধাপ ৭ঃ ফেইস ভেরিফিকেশন করুন
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড |
আপনি যখন NID Wallet QR Code Scan করবেন ঠিক তখনিই আপনার সামনে ফেইস ভেরিফিকেশনের অপশন চলে আসবে। এখন আপনাকে দেখানো হবে কিভাবে ছবি তুলবেন। আপনাকে প্রথমে সোজাসুজি ছবি তুলতে হবে এবং এরপর আপনার মাথা একটু বামে এবং একটু ডানে ঘুরাতে হবে।
ধাপ ৮ঃ পাসওয়ার্ড সেটআপ করুন
আপনার যদি Face Verification করা সম্পূর্ণ হয় তাহলে আপনাকে একটি পাসওয়ার্ড সেটআপ করতে বলবে। যারা মাধ্যমে আপনি ভবিষ্যৎ ফেস ভেরিফিকেশন ঝামেলা ছাড়াই একাউন্ট লগইন করার সুযোগ পাবেন। এতে করে নানা প্রয়োজনে শুধুমাত্র একাউন্টে লগইন করেই আপনার NID বা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো সময়েই। ইতিমধ্যে আমার পাসওয়ার্ড সেট করার সাথে সাথেই NID ওয়েবসাইটে লগইন হয়ে গিয়েছে। এখন এখানে আমার ছবি ও প্রফাইল দুটোই দেখতে পাচ্ছি।
ধাপ ৯ঃ NID বা ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড
NID Wallet এ ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ করে NID Website এ লগইন হওয়ার পর এখন আপনি খুব সহজেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য ডান পাশে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করুন।
ডাউনলোড লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে।এখন আপনার যে কোনো জরুরি প্রযোজনে ভোটার আইডি কার্ড কাজে লাগাতে পারবেন।