এশার নামাজ কয় রাকাত | এশার নামাজের বাংলা নিয়ত
এশার নামাজ কয় রাকাত | এশার নামাজের বাংলা নিয়ত
এশার নামাজ কয় রাকাত |
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, নামাজ ইসলামের পাঁচটি স্তম্বের মধ্যে অন্যতম একটি। মহান আল্লাহ্ পাক দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শেষ ওয়াক্ত নামাজ হলো এশার নামাজ। আর এশার নামাজের অন্য ৪ ওয়াক্তের মতোই অনেক গুরুত্বপূর্ণ। তাই এই আর্টিকেলর মাধ্যমে আমরা জানবো এশার নামাজ কয় রাকাত এবং এশার নামাজের নিয়ত সম্পর্কেঃ-
এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ মোট ১৫ রাকাত
- ৪ রাকাত সুন্নত
- ৪ রাকাত ফরজ
- ২ রাকাত সুন্নত
- ২ রাকাত নফল
- ৩ রাকাত বিতর
এশার ৪ রাকাত সুন্নতের নিয়ত বাংলা উচ্চারণ।
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা-হি তাআলা আরবাআ রাকয়াতি এশায়ি সুন্নাতু রাসূলিল্লা-হি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
এশার ৪ রাকাত ফরজের নিয়ত বাংলা উচ্চারণ
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা-হি তাআলা আরবাআ রাকয়াতি এশায়ি ফারজুল্লা-হি মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
এশার ২ রাকাত সুন্নতের নিয়ত বাংলা উচ্চারণ
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতি সালাতিল এশায়ি সুন্নাতু রাসুলিল্লা-হি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
এশার ২ রাকাত নফল নামাজের নিয়ত বাংলা উচ্চারণ
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই ছালাতিল এশায়ি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা- জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
এশার ৩ রাকাত বিতরের নামাজের নিয়ত বাংলা উচ্চারণ
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লা-হি তাআ'ল মুতাওয়াজ্জিহান রাকয়াতি সালাতিল বিতরি ওয়াজিবুল্লা-হি
তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সারাদিন কত সময় পাই,তার মধ্যে কিছু সময় নামাজে ব্যয় করলে আহামরি কিছু হয় না। কারন নানা ভাবে আমরা সময় নষ্ট করি। তাই দুনিয়া ও আমিরাতের কথা মনে রেখে আল্লাহর নৈকট্য লাভের জন্য এবং রাসুলের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই নামাজ পড়ুন।
নোটঃ আমি সব সময় বলবো এশার নামাজের নিয়ত যদি সহি-শুদ্ধভাবে শিখতে চান তাহলে নিকটস্থ মসজিদের ইমাম,খতিব, মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে শিখতে পারেন। অনলাইনে সহি শুদ্ধ নামাজের নিয়ত পাওয়া যায় না।
ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
আপনার জন্য প্রয়োজনীয় কিছু আর্টিকেলঃ-