পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | Qatar Visa Check Online

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক|Qatar Visa Check Online

আপনি কি কাতার ভিসার জন্য আবেদন করেছেন? পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার বিস্তারিত পদ্ধতি নিয়ে থাকচ্ছে এই আর্টিকেলে।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | Qatar Visa Check Online


বর্তমানে অনলাইনে ঘরে বসেই ইন্টারনেটের সাহায্যে খুব সহজেই প্রায় যেকোনো দেশের ভিসা চেক করা যায়। বিদেশ যাওয়ার পূর্বে এই ভিসা চেক করাটা একজন বিদেশগামীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন বিদেশ যাওয়ার পূর্বে ভিসা চেক করে ভিসার সত্যতা যাচাই করে বিদেশ গমন করলে পরবর্তীতে প্রতারণার শিকার হওয়া লাগে না।

এই জন্য ভিসা যাচাই বা চেক করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিসা যাচাই করার উপায় জানেন না। যার কারনে ভিসা যাচাই করতে গিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়।

তাই আমার এই আর্টিকেলে কাতার ভিসা চেক করার পদ্ধতি একদম ধাপে ধাপে এবং স্কিন সর্টের মাধ্যমে দেখাবো।



পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার জন্য প্রথমে কাতার ভিসা অফিসিয়াল ওয়েবসাইট portal.moi.gov.qa প্রবেশ করুন। সাইটে প্রবেশ করার পর একদম উপর থেকে ইংরেজি ভাষা সিলেক্ট করে নিন। এরপর বাম পাশের মেনু থেকে MOI Services>Inquiries>Visa Services<Visa Inquiry and Printing অপশনে গিয়ে Visa Number, Passport Number এবং Nationality সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করলে আপনার ভিসার সকল স্ট্যাটাস দেখতে পারবেন। 

আমার দেওয়া উপরের ঐই পদ্ধতি যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে নিচের দেওয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন।


কাতার ভিসা চেক ছবি সহ

ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার জন্য কাতার সরকারি ভিসা ওয়েবসাইট portal.moi.gov.qa এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নিচে ধাপে ধাপে ভিসা চেকের প্রক্রিয়া দেখানো হলোঃ-

ধাপ ১ঃ প্রথমে কাতার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য portal.moi.gov.qa এই খানে ক্লিক করুন অথবা গুগলে portal.moi.gov.qa লিখে সার্চ করে কাতার অফিসিয়াল ওয়েবসাইটে ভিসা চেক করার জন্য প্রবেশ করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | Qatar Visa Check Online
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক 


ধাপ ২ঃ ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচে ইমেজের মকো একদম উপর থেকে যেখানে লাল তীর চিহ্ন দিয়ে বুজানা হয়েছে সেখানে ক্লিক করে ইংরেজি ভাষা সিলেক্ট করে নিবেন। 
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | Qatar Visa Check Online 2024
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

ধাপ ৩ঃ এই ধাপে আপনাকে নিচে থাকা ইমেজের মতো বাম পাশের মেনুতে থাকা MOI Services লেখা অপশনটিতে ক্লিক করে Inquiries অপশনে যেতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক। Qatar Visa Check Online 2024

ধাপ ৪ঃ এই ধাপে আপনাকে Visa Services লেখা অপশনে ক্লিক করতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক| Qatar Visa Check Online 2024
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক



ধাপ ৫ঃ এখন Visa Inquiry and Printing অপশনে ক্লিক করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | Qatar Visa Check Online
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক



ধাপ ৬ঃ শেষ ধাপে এসে আপনি Visa Number এবং পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন। কাতার ভিসা চেক করার জন্য Visa Number এর খালি বক্সে আপনার ভিসা নাম্বার দিন।আর যদি Passport Number দিয়ে ভিসা চেক করতে চান তাহলে Passport লেখায় ক্লিক করুন। এরপর নিজের জাতীয়তা হিসেবে "Nationality"Bangladesh সিলেক্ট করে নিন। এরপর উপরের দেওয়া Visa অথবা Passport Number Check করে QR Code বসিয়ে Submit বাটনে ক্লিক করুন। Submit বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিসার সকল স্ট্যাটাস দেখতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক | Qatar Visa Check Online 2024
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

আপনি ওপরের নিয়ম অনুসরণ করে মাত্র ৫ মিনিটেই একদম সাচ্ছন্দ্যে পাসপোর্ট অথবা ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন। 


FAQ - প্রশ্নোক্তর

পাসপোর্ট নাম্বার দিয়ে জন্ম ভিসা চেক করার সাইট কোনটি?

উত্তরঃ portal.moi.gov.qa




পরিশেষে 

যে দেশেরই ভিসা হোক না কেনো বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই ভিসা চেক করা উচিত। আপনি বর্তমানে ভিসা চেকের মাধ্যমে ভিসার সত্যতা যাচাই, ভিসার ধরণ,পেশা,কোন কোম্পানিসহ ইতিহাসে নানা বিষয়ে জানতে পারবেন। 

তাই প্রতারণার হাত থেকে বাঁচতে বিদেশে সম্ভাবনা পূর্বে ভিসা চেক করে নিশ্চিত হয়ে যান।



আপনার জন্য প্রয়োজনীয় কিছু আর্টিকেলঃ-


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url