অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই| Online Jonmo Nibondhon Jachai
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই|Online Jonmo Nibondhon Jach
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই |
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই
অনলাইনে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে এখন খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি বের করা যায়। এছাড়াও জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা তার জন্যও জন্ম নিবন্ধন চেক করতে হয়।
১৮ বছরের নিচে সকলের জন্য জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ডের মতো অতি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কেননা এটি নাগরিকের পরিচয় বহন করে।এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য সুযোগ সুবিধাসহ নানা কাজে জন্ম নিবন্ধন ব্যবহৃত হয়।
তাই আপনার বা আপনার সন্তানের জন্য জন্ম নিবন্ধন অনলাইন থাকা খুবই জরুরি। তাই চলুন এই আর্টিকেলের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন ডাউনলোড করা শিখে নেই।
জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন যাচাই এবং ডাউনলোড করার জন্য আপনাকে সরকারি জন্ম ও মৃত্যু ওয়েবসাইট everify.bdris.gov.bd প্রবেশ করে ১৭ ভিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচা কোড পূরণ করে Search বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন যাচাই করুন। নিচে স্কিন সর্ট দিয়ে ধাপে ধাপে জন্ম নিবন্ধন যাচাই পদ্ধতি ধাপে ধাপে দেওয়া হলোঃ
বিশেষ কথাঃ অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনার ১৭ ভিজিটের জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন পড়বে। হাতে লেখা কিংবা ১৬ ভিজিটের নাম্বার দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা যায় না। তাই যাদের জন্ম নিবন্ধন ১৬ ভিজিটের তারা কিভাবে জন্ম নিবন্ধন নাম্বার ১৬ ভিজিট থেকে ১৭ ভিজিটের করবেন সেটা দেখেনিন।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে সরকারি জন্ম ও মৃত্যু ওয়েবসাইট everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কারন এই ওয়েবসাইটের ডাটাবেইজে নাগরিকের জন্ম ও মৃত্যু দুটোরই তথ্য সংরক্ষিত থাকে।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই |
Birth Registration বা জন্ম নিবন্ধন নাম্বার দিন
ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আপনার সামনে একটি পেইজে ফরম চলে আসবে। সেখানে প্রথমে থাকা Birth Registration Number এর বক্সে আপনার ১৭ ভিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিন।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই |
Date Of Birth বা জন্ম তারিখ দিন
দ্বিতীয় ধাপে খালি বক্সে Date Of Birth বক্সে আপনার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার ফরম্যাটটি ঠিক এই রকম হবে YYYY-MM-DD।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই |
ক্যাপচা পূরণ
এই ধাপে আপনাকে গানিতিক ক্যাপচা পূরণ করতে হবে। The answer is এই বক্সে গানিতিক সমস্যার সমাধান করে বসাতে হবে। ওপরের সকল তথ্য আরেকবার চেক করে নিচে থাকা Search বাটনে ক্লিক করতে হবে।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই |
Search বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফলাফলের মতো জন্ম নিবন্ধন যাচাই কপি চলে আসবে। যাচাই কপিটি ঠিক আছে কিনা তা ভালোভাবে মিলিয়ে নিন।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই |
নোটঃ Search বাটনে ক্লিক করার পর যদি Record Not Found লেখা আসে তাহলে হয়তো আপনার তথ্য ভুল রয়েছে, আর নয় তো আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করা নয়।
অনলাইন থেকে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড
ইতিমধ্যে আমরা খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই কপিটি বের করে ফেলেছি,এখন দেখবো কিভাবে জন্ম নিবন্ধন যাচাই কপিটি ডাউনলোড করতে হয়। জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করার জন্য আমাদের জন্ম নিবন্ধন ফলাফল থেকে ctrl+ এক সাথে চেপে ধরতে হবে। চেপে ধরার সাথে সাথে আপনার সামনে একটি পপ আপ চলে আসবে। এখন আপনি চাইলে যাচাই কপিটি সেভ এবং প্রিন্ট উভয়ই করতে পারেন। যেহেতু আমরা যাচাই কপিটি প্রিন্ট করবো তাই Microsoft Print to PDF সিলেক্ট করে প্রিন্ট করে নিলাম।
এভাবে আমাদের জন্ম নিবন্ধন যাচাই এর পাশাপাশি জন্ম নিবন্ধন ডাউনলোড করে প্রিন্ট করা হয়ে গেলো।
FAQ- প্রশ্নোত্তর
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট everify.bdris.gov.bd। আপনি এই ওয়েবসাইট থেকে খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই এবং যাচাই কপি ডাউনলোড করে নিতে পারবেন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করে যাচাই করতে হবে।
জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে আপনাকে everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে এবং সাথে জন্ম তারিখ দিয়ে Search বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন যাচাই করে নিতে হবে।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য অফিসিয়াল কোনো apps না থাকলেও বর্তমানে কিছু ওয়েব ডেভেলপার আছে যারা জন্ম নিবন্ধন ওয়েবসাইটকে App এ কনবার্ট করে App তৈরি করে Play Store আপলোড করে রেখেছে। আপনি চাইলে Play Store থেকেও জন্ম নিবন্ধন যাচাই App ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন।
আপনার জন্য প্রয়োজনীয় কিছু আর্টিকেলঃ-