যারা কাজের উদ্দেশ্যে বা হজ্জ করার জন্য সৌদি আরবে যেতে চান তাদের জন্য ভিসা চেক অনেক গুরুত্বপূর্ণ। যারা ভিসার জন্য আবেদন করেছেন বা ভিসার কাগজ হাতে পেয়েছেন তারা বিদেশ যাওয়ার পূর্বে ভিসার বৈধতা বা সত্যতা যাচাই করে নিবেন। কারন বিদেশ যাওয়ার পূর্বে ভিসার সত্যতা যাচাই করা গেলে পরে প্রতারণার শিকার হতে হয় না।
|
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করুন |
বর্তমানে অনলাইনে ঘরে বসেই খুব সহজেই সৌদি আরবসহ প্রায় সব দেশেরই ভিসা চেক করতে পারবেন। অনলাইনে ভিসা চেক করে আপনি জানতে পারবেন আপনার ভিসার সত্যতা,ভিসার মেয়াদ কত,স্পন্সর ভিসা হলে কোম্পানির নাম এবং অন্যান্য তথ্য।
তাই চলুন এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অনলাইনে সৌদি ভিসা চেক করার পদ্ধতি জেনে নেইঃ-
সৌদি ভিসা চেক করার নিয়ম
সৌদি ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantDate এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর ভাষা ইংরেজি সিলেক্ট করতে হবে। এরপর Passport Number, Currently Nationality= Bangladesh,Visa Type, Visa Issuing Authority= Dhaka সিলেক্ট করে ক্যাপচা কোড পূরণ করে Search বাটনে ক্লিক করে সৌদি ভিসার সকল স্ট্যাটাস দেখতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
মাত্র ২ মিনিটেই অনলাইনে ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করা যায়। নিচে ধাপে ধাপে সৌদি ভিসা চেক করার পদ্ধতি নিচে স্কিন সর্টসহ দেখানো হলোঃ-
ধাপ ১ঃ সৌদি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে
visa.mofa.gov.sa এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর ওয়েবসাইটের সম্পূর্ণ ভাষা আরবিতে থাকবে। বুজার সুবিধার্থে আপনি ডান পাশের মেনুতে ক্লিক করে English ভাষা সিলেক্ট করে নিন।
ধাপ ২ঃ প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ভিসা চেক
এই ধাপে নিচের ছবির মতো একটি ফরম আসবে যেখানে আপনাকে ফরমের সকল তথ্য দিতে হবে।
Passport Number: Passport Number অংশে আপনার পাসপোর্ট নাম্বার দিন।যেমনঃ Ag7128210 (কাল্পনিক)।
Current Nationality: এই স্থানে আপনার বর্তমান জাতীয়তা দিবেন।আমি যেহেতু বাংলাদেশি এবং বাংলাদেশে অবস্থান করচ্ছি তাই এখানে Bangladesh সিলেক্ট করে নিলাম।
Visa Type: এই বক্সে আপনার ভিসার ধরণ দিতে হবে।আপনি যে বিষয়ে সৌদি আরব যেতে চান সেই Type দিতে হবে।
Visa issuing Authority: আপনি যে স্থান থেকে রওনা হবেন সেই স্থানের নাম দিবেন। এখানে যেহেতু ঢাকা থেকে রওনা হওয়ার বিষয় দেখাচ্ছি তাই আমি ঢাকা দিবো।
Image Code: এই বক্সে Capta Code দিতে হবে। ইমেজে থাকা কোডটি খালি বক্সে দিতে হবে।
এবার উপরের সকল তথ্য সঠিক আছে কিনা তা আবার নতুন করে চেক করে নিন। সকল তথ্য ঠিকঠাক থাকলে নিচে থাকা Search বাটনে ক্লিক করুন। Search বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সৌদি ভিসার সকল স্ট্যাটাস চলে আসবে। আপনি স্ট্যাটাস থেকে সব মিলিয়ে নিতে পারেন।
আপনার জন্য প্রয়োজনীয় কিছু আর্টিকেলঃ