ঘরে বসে বিকাশ একাউন্ট খোলা এখন একদম সিম্পল। শুধুমাত্র স্মার্টফোন ও ভোটার আইডি কার্ডের সাহায্যে মাত্র ১০ মিনিটেই বিকাশ একাউন্ট খোলা যায়। একটি বিকাশ একাউন্ট থাকলে টাকা লেনদেন করতে আর জামেলায় পড়তে হয় না। তাই যারা নিজে নিজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানেন না এই আর্টিকেলটি তাদের জন্যই।
|
বিকাশ একাউন্ট খোলার নিয়ম |
বিকাশ কি
বিকাশ একটি ব্রাক ব্যাংক প্রতিষ্ঠান যেটি বাংলাদেশের অন্যতম প্রধান জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যক্তিগত এবং ব্যবসায়িক ইলেক্ট্রনিক লেনদেন সেবাকারী। এটি এখন পর্যন্ত বাংলাদেশের সব থেকে বড় ইলেক্ট্রনিক ব্যাংকিং সেবাদানকরী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে, যেটি একসময়ের দাপুটে রকেটকেও পিছনে ফেলে দিয়েছে।
বিকাশ একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
বিকাশ একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে।নিচে তা দেওয়া হলোঃ
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স
- একটি স্মার্ট ফোন।
- একটি সক্রিয় সিম
মোবাইল অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলা একদম সোজা। মাত্র ১০ মিনিটের মধ্যেই কোনো জামেলা ছাড়া বিকাশ একাউন্ট খোলা যায়। নিচে আমি ধাপে ধাপে বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার পদ্ধতিগুলো স্কিন সর্টের মাধ্যমে দেখানো হলোঃ-
- যেহেতু আমরা বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খুলবো তাই প্রথমে Google Play Store থেকে Bkash App টি ডাউনলোড করে নেই।
|
বিকাশ একাউন্ট খোলার নিয়ম |
- বিকাশ অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে এখন অ্যাপটি ইন্সটল করে ওপেন করে নেই।
- বিকাশ অ্যাপ ওপেন করার সাথে সাথে আপনার সামনে বিকাশ অ্যাপ লগইন এবং রেজিষ্ট্রেশন এই দুটো অপশন চলে আসবে। এখানে আপনার যদি আগে বিকাশ একাউন্ট খোলা থাকে তাহলে আপনাকে লগইন হতে হবে।আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার সাথে রেজিস্ট্রার করতে পারেন। যাইহোক, আমরা লগইন/রেজিস্ট্রার লেখা লাল বক্মে আলতো চাপি।
|
বিকাশ একাউন্ট খোলার নিয়ম |
- এই ধাপে যেই নাম্বারে আপনি বিকাশ একাউন্ট খুলবেন সেই নাম্বারটি দিবেন।এখানে অবশ্যই সব সময় ব্যবহার করবেন এমন সক্রিয় একটি সিম নাম্বার দিবেন।নাম্বারটি সঠিকভাবে লেখা হয়ে গেলে পরবর্তী ধাপে যেতে হবে।
|
বিকাশ একাউন্ট খোলার নিয়ম |
- পরবর্তী ধাপে এসে আপনাকে আপনার সিমের অপারেটর রবি,গ্রামীনফোন ইত্যাদি সিলেক্ট করে সামনে আগাতে হবে।
|
বিকাশ একাউন্ট খোলার নিয়ম |
- অপারেটর সিলেক্ট করার পর এখন আপনাকে পরিচয় যাচাই করুন এ আইডি ধরন নির্বাচন করতে হবে। আপনার সামনে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ এই দুইটি ধরন থাকবে বিকাশ একাউন্ট খোলার জন্য। অর্থ্যাৎ, এখানে আপনাকে বলা হয়েছে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। এবং ভোটার আইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়েও বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
|
বিকাশ একাউন্ট খোলার নিয়ম |
- এই ধাপে আপনার সিমে ৬ ভিজিটের একটি ওটিপি মেসেজ চলে আসবে যেটি অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করে নিবে। আপনাকে শুধু মাত্র Allow তে ক্লিক করতে হবে।
|
বিকাশ একাউন্ট খোলার নিয়ম |
- Allow তে ক্লিক করার সাথে সাথে বিকাশ অ্যাপ আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে তাদের শর্তসমূহ শর্তাবলীর পেইজে নিয়ে আসবে। আপনি উক্ত শর্ত সমর্থন করলে আমার সস্মতি আছে এ ক্লিক করুন।
|
বিকাশ একাউন্ট খোলার নিয়ম |
- "আমার সম্মতি আছে" এ ক্লিক করার সাথে সাথে আপনাকে বিকাশ ই-কেওয়াইসিতে নিয়ে আসবে। এখানে আপনাকে ৩টি সহজ ধাপে আপনার ই-কেওয়াইসি'র তথ্য দিতে হবে। এই ৩টি ধাপগুলো হলো,
- আপনার NID এর ছবি তুলুন।
- প্রয়োজনীয় তথ্য প্রধান করুন।
- নিজের চেহারার ছবি তুলুন।
- আপনি যখন কনফার্মে ট্যাপ করবেন বিকাশ অ্যাপ আপনাকে সরাসরি ক্যামেরায় নিয়ে আসবে।এখানে আপনাকে ক্যামেরার সামনে নিজের আইডি কার্ডের ফ্রন্টের দিকের ছবি তুলে সাবমিটে ক্লিক করতে হবে।ছবি যদি স্পষ্ট বা পরিষ্কার উঠে তাহলে সাবমিট হয়ে যাবে।
- এরপর আরেকবার আপনার আইডি কার্ডের পিছনের স্পষ্ট ও পরিষ্কার একটি ছবি তুলে পূনরায় সাবমিট করুন।
- এই ধাপে আপনার আইডি কার্ডের সকল তথ্য যে বিকাশ গ্রহণ করেছে সেট দেখাবে। আইডি কার্ডের সাথে বিকাশের গ্রহণ করা সকল তথ্যের মিল আছে কিনা সেটা আগে যাচাই করে নিবেন।কোনো স্থানে ভুল হলে সেটা আইডি কার্ডে দেওয়া প্রদত্ত তথ্যর সালে মিল রেখে সংশোধন করে নিন।সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে ধাপে ট্যাপ করে আগান।
- এই ধাপে আপনাকে লিঙ্গ, আয়ের উৎস,আনুমানিক মাসিক আয় এবং পেশা সিলেক্ট করে পরবর্তী ধাপে যেতে হবে।
- পরবর্তী ধাপে আসার সাথে সাথে ফোনের সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে। ছবি তোলার জন্য ক্যামেরা আপনার চেহারা বরাবর ধরে চেহারা ডানে-বায়ে এবং চোখ বন্ধ করে আবার খুলবেন। ছবি তোলার সময় আপনার ৩টি বিষয়ের উপরে লক্ষ রাখতে হবে। যেমনঃ- (১) ছবি তোলার সময়ে চারপাশে পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে। (২) ফ্রেমের ভিতরে আপনার ছবি থাকতে হবে। (৩) স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সব কিছু ঠিকঠাক হলে পরবর্তী ধাপে যেতে হবে।
- এই ধাপে বিকাশ আপনাকে রেজিষ্ট্রেশনের জন্য একটি কনফার্মেশন মেসেজ দিবে। কনফার্মেশন মেসেজ আসার সাথে সাথে তা নিশ্চিত করুন।
- এবার আবার লগইন/রেজিষ্টেশন বাটনে ক্লিক করে বিকাশ একাউন্ট খোলার জন্য যে স্বয়ংক্রিয় নাম্বারটি দিয়েছিলেন সেটি আবার নতুন করে দিন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে সিমের অপারেটর সিলেক্ট করুন। অপারেটর সিলেক্ট করার পর আপনার মোবাইলে একটি কোড চলে আসবে। প্রাপ্ত কোডটি দেওয়ার পর আপনার বিকাশ পিন সেট করুন।
বিকাশ একাউন্টের পিন সেট করার নিয়ম
- আপনার নতুন বিকাশ একাউন্ট কনফার্মেশন হওয়ার পরে আবার বিকাশ একাউন্টে ডুকুন।
- যে নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খুলেছেন সেই নাম্বারটি একাউন্ট নাম্বারের স্থানে বসিয়ে দিন।
- এবার আরেকবার সিম অপারেটর সিলেক্ট করে পরবর্তী ধাপে যেতে হবে।
- এই ধাপে আপনার মোবাইলে একটি ৬ ভিজিটের ওয়ানটাইম ওটিপি পাসওয়ার্ড চলে আসবে।
- এখন আপনি নতুন করে ৫ ভিজিটের কঠিন একটি পাসওয়ার্ড সেট করুন এবং পূর্বের পাসওয়ার্ডটি পূনরায় লিখে কনফার্ম করার সাথে সাথে আপনার নতুন বিকাশ গোপন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে।
বিকাশে টাকা দেখার নিয়ম |বিকাশ ব্যালেন্স চেক ২০২৪
বিকাশে ব্যালেন্স চেক করা একদম সোজা।আপনি দুইটি উপায়ে বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
- বিকাশ অ্যাপ এর সাহায্যে। bKash App
- ইউএসডি পদ্ধতিতে।
বিকাশ অ্যাপ এর সাহায্য বিকাশে টাকা দেখার নিয়ম
বিকাশে টাকা দেখার একদম সহজ পদ্ধতি হলো বিকাশ অ্যাপ।নিচে দেখে নিন কিভাবে বিকাশ অ্যাপের সাহায্যে ব্যালেন্স দেখবেন।
- বিকাশ একাউন্টের টাকা চেক করার জন্য প্রথমে আপনাকে বিকাশ অ্যাপ ওপেন করতে হবে।
- বিকাশ অ্যাপ ওপেন হওয়ার পর এই ধাপে আপনাকে বিকাশ নাম্বার এবং গোপন পিন কোডটি খালি বক্সে বসিয়ে দিয়ে লগইন হতে হবে।
- লগইন হওয়ার পর একদম মাজ বরাবর উপরে tap for balance অপশনে ক্লিক করলেই আপনার একাউন্টে কত টাকা আছে তা দেখতে পরবেন।
ইউএসডি পদ্ধতিতে বিকাশে টাকা দেখার নিয়ম
- মোবাইলের ডায়াল অপশন থেকে *২৪৭# ডায়াল করুন।
- এবার ৮নং থাকা My bKash এই অপশনটি সিলেক্ট করার জন্য ৮ এ এপ্লাই করুন।
- বিকাশ ব্যালেন্স চেক করার জন্য এখন ১ নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে।
- এখন চেক ব্যালেন্সে ক্লিক করে ৫ সংখ্যার গোপন কোডটি দিয়ে এপ্লাই করতে হবে।
- এভাবেই আপনার বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন।
বিকাশ ক্যাশ আউট চার্জ
- বিকাশ এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ ১৮.৫০ পয়সা।
- প্রিয় নাম্বারে ক্যাশ আউট চার্জ ১৪.৯০ পয়সা।
- এটিএম বুথ থেকে ক্যাশ আউট চার্জ ১৪.৯০ পয়সা।
সর্বশেষে
বিকাশ একাউন্ট খোলার নিয়ম|how to open bKash accaunt এই আর্টিকেলে বিকাশ একাউন্ট খোলার একদম সিম্পল পদ্ধতিগুলো আমি দেখিয়েছি। এই আর্টিকেল ঠিকমতো অনুসরণ করলে আমার মনে হয় না বিকাশ একাউন্ট খোলার বিষয়ে আর কোনো সমস্যা থাকবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে নিচের কমেন্ট করে জানাবেন।
FAQ- প্রশ্নোত্তর
বিকাশ কি?
বিকাশ একটি ব্রাক ব্যাংক ভিত্তিক ইলেক্ট্রনিক মোবাইল ব্যাংকিং সেবা
নিচের কোনটি বিকাশ একাউন্ট খুলতে প্রয়োজন পড়ে?
জাতীয় পরিচয়পত্র
আপনার জন্য প্রয়োজনীয় কিছু আর্টিকেলঃ-
রকেট একাউন্ট খোলার নিয়ম