রকেট একাউন্ট খোলার নিয়ম | How to Open Rocket Accaunt





বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবার কথা উঠলে রকেট এর নাম বাদ দিয়ে বলা যায় না। কারন বাংলাদেশে রকেটই প্রথম যারা কিনা মোবাইল ব্যাংকিং সেবা সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। 

আপনি জানলে অভাক হবেন ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী রকেটের মাধ্যমে বাংলাদেশের ৬১১টি প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রধান করা হয়। বিশেষ করে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় সব গুলোই রকেটের মাধ্যমে শ্রমিকের বেতন পরিশোধ করে থাকে।

 রিপোর্টে দেখা গেছে প্রতিমাসে রকেটের মাধ্যমে ৭৮৪ কোটি টাকার বেতন-ভাতা বিতরণ হয়।যা বেতন-ভাতা পরিশোধে রকেট মার্কেটের পায় ৭০ ভাগ দখল করে নিয়েছে।


রকেট একাউন্ট এর যত সুবিধা

নিরাপত্তাঃ রকেট বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলোর মধ্যে সব থেকে বেশি এবং অধিক নিরাপত্তা প্রধান করে। তাদের নিরাপত্তা এতোটই উঁচু যে আপনার একাউন্ট এবং একাউন্টে থাকা ব্যালেন্স ২৪ ঘন্টাভ একদম নিরাপদে থাকে।

ক্যাশ ইনঃ রকেট একাউন্টে যত খুশি তত টাকা একদম নিরাপদে রাখা যায়। 

ক্যাশ আউটঃ বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রেরিত বা প্রাপ্ত টাকা যে কোনো রকেট এজেন্ট থেকে সহজেই ক্যাশ আউট করে টাকা উত্তোলন করা যায়। 

রকেট এটিএম সার্ভিসঃ রকেট এর এটিএম সার্ভিস সব থেকে সাশ্রয়ী এবং জনপ্রিয়। বিশেষ করে যারা শ্রমিক রয়েছে তারা ১ দিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা একদম বিনামূল্যে এটিএম থেকে তুলতে পারে। এই ফ্রি সার্ভিসটি শুধুমাত্র কর্পোরেট শ্রমিকদের জন্য প্রযোজ্য।

মোবাইল রিচার্জঃ রকেটের মাধ্যমে খুব সহজেই যে কোনো সিম অপারেটরে মুহূর্তের মধ্যেই রিচার্জ করা যায়। এছাড়াও এটি সব অপারেটরের এমবি,মিনিট কার্ড সহ নানা সুবিধা দিয়ে আসচ্ছে।

সেন্ড মানিঃ এক গ্রাহক থেকে অন্যগ্রাহকের কাছে খুব সহজে টাকা পাঠানো যায়। 

বিলঃ বিদ্যুৎ বিল, গ্যাস বিলসহ সরকারি-বেসরকারী অনেক বিল একদম সহজ ও নিরাপদে রকেটের সাহায্যে দেওয়া যায়। 

মার্চেন্ট পেমেন্টঃ সারাদেশে মার্চেন্ট পয়েন্টের যত শপিং কমপ্লেক্স বা দোকান রয়েছে সেখান থেকে কেনাকাটা করে বিল প্রধান করা যায় একদম সহজে।

ব্যাংক থেকে রকেটঃ আপনি খুব সহজেই প্রায় সবগুলো ব্যাংক থেকেই রকেট একাউন্টে টাকা আনতে পারবেন।


রকেট একাউন্ট খুলতে যা যা লাগে

রকেট একাউন্ট যেহেতু টাকা লেনদেনের বিষয়ে সম্পর্কিত তাই এই একাউন্ট খোলার জন্য গ্রাহককে নিরাপত্তার খাতিলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দিতে হয়।নিচে আমি রকেট একাউন্ট খোলার জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে তা দেওয়া হলোঃ-

  • জাতীয় পরিচয়পত্র
  • একটি সক্রিয় সিম
  • একটি স্মার্ট ফোন বা বাটন মোবাইল
  • রকেট অ্যাপ

রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট ২ ভাবে খুলতে পারবেন।এগুলো হলোঃ-
  • বাটন মোবাইলে
  • রকেট অ্যাপ এর সাহায্যে

বাটন মোবাইলে রকেট একাউন্ট খোলার নিয়ম 

বাটন মোবাইলে রকেট একাউন্ট খোলা একদম সোজা।নিচে বাটন মোবাইলের সাহায্যে ডায়ালের মাধ্যমে রকেট একাউন্ট খোলার নিয়ম দেখানো হলোঃ-
  • প্রথমে বাটন মোবাইলে ডায়াল করুন *322#। 
  • রকেট একাউন্ট এক্টিভ করার জন্য 1 লিখে সেন্ড করুন।
  • এরপর আপনার রকেট একাউন্টের জন্য একটি ৪ সংখ্যার গোপন পিন কোড সেট করে রিপ্লাই এ ক্লিক করুন।
উপরের সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর একটি মেসেজে একাউন্ট সম্পর্কিত সকল তথ্য জানিয়ে দেওয়া হবে। উপরের তথ্যগুলো ঠিকমতো দেওয়ার পরে আপনার একাউন্ট খোলা হয়ে গেলোও আপনি একাউন্ট দিয়ে কোনো লেনদেন করতে পারবেন না। 

রকেট একাউন্ট খোলার পর আপনাকে নিকটস্থ রকেট এজেন্ট পয়েন্ট/ডিবিএল শাখায় পাসপোর্ট সাইজের ১ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যোগাযোগ করতে হবে।

এরপর এজেন্ট আপনাকে একাউন্ট খোলার ফর্ম বা KYC দিবে।এতে আপনি ফিংগারপ্রিন্ট ও স্বাক্ষরসহ জমা দিবেন। KYC ফর্ম জমা দেওয়ার ৩-৫ দিনের মধ্যে আপনার রকেট একাউন্ট এক্টিভ হয়ে যাবে।


রকেট অ্যাপ এর সাহায্যে রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট খোলার সব থেকে সহজ এবং সিম্পল মাধ্যম হলো রকেট অ্যাপ এর সাহায্যে রকেট একাউন্ট খোলা। আপনি ঘরে বসে সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে রকেট একাউন্ট খুলে ফেলতে পারবেন। নিচে রকেট একাউন্ট খোলার নিয়ম দেওয়া হলোঃ-
  • রকেট একাউন্ট যেহেতু রকেট অ্যাপ এর সাহায্যে খুলবো তাই প্রথমে আমাদের গুগল প্লে স্টোর থেকে রকেট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। 
রকেট একাউন্ট খোলার নিয়ম | How to Open Rocket Accaunt
রকেট একাউন্ট খোলার নিয়ম


  • রকেট অ্যাপ ডাউনলোড করার পর অ্যাপে ভিজিট করে ভাষা সিলেক্ট করতে বলবে। আপনি যেকোনো একটি ভাষা সিলেক্ট করে Next এ ক্লিক করবেন।
  • এখন আপনার মোবাইল নাম্বর দিয়ে Next এ যান।
রকেট একাউন্ট খোলার নিয়ম| How to Open Rocket Accaunt
রকেট একাউন্ট খোলার নিয়ম


  • এরপর আপনার সামনে শর্ত বা নির্দেশনাবলী আসবে আপনি I Understand এ চাপ দিবেন।
রকেট একাউন্ট খোলার নিয়ম | How to Open Rocket Accaunt
রকেট একাউন্ট খোলার নিয়ম


  • এরপর আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। NID বক্সে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে VERIFY এ চাপুন। 
রকেট একাউন্ট খোলার নিয়ম | How to Open Rocket Accaunt
রকেট একাউন্ট খোলার নিয়ম
  • এই ধাপে You are not registered to Mobile Banking. DO you want to register লেখায় Yes চাপুন।


  • এরপর আপনার সিম অপারেটর সিলেক্ট করে Next এ চাপুন।
  • Next এ চাপার সাথে সাথে আপনার মোবাইলে একটি কল আসবে। আপনাকে কল দেওয়ার কারন হলো আপনার পিন সেট করা। আপনি কলে থাকা অবস্থায় একটি গোপন ৪ সংখ্যার পিন সেট করে নিবেন।
  • পিন সেট করার সাথে সাথে আপনাকে মোবাইলে একটি ৬ ভিজিটের ওটিপি চলে আসবে। যদিও রকেট অ্যাপ সক্রিয়ভাবে সেই ওটিপি নিয়ে নিবে।
  • এখন আপনাকে Go to Verification Step এ যেতে হবে।
  • এরপর আপনার সামনে একটি পেইজ প্রদর্শিত হবে। যেখানে রকেট একাউন্টের জন্য দেওয়া মোবাইল নাম্বার, এসএমএসের মাধ্যমে গোপন কোড এবং পিন কোড দিয়ে Verify করতে হবে।
  • এরপর আপনাকে পূর্বের পেইজে নিয়ে আসবে যেখানে আপনাকে ফোন নাম্বার ও পিন দিয়ে লগইন করতে হবে।

রকেট একাউন্টে সেন্ড মানি চার্জ কত

রকেট একাউন্টে এক একাউন্ট থেকে আরেক একাউন্টে সেন্ড মানি একদম ফ্রি। রকেটে সেন্ড মানি চার্জ প্রযোজ্য নয়।

রকেট একাউন্ট ক্যাশ আউট চার্জ কত


  • রকেট এজেন্ট পয়েন্টে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ পড়বে ১৬.৭০ টাকা।
  • রকেটে এটিএম থেকে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ পড়বে ৯ টাকা করে।
  • আপনার যদি স্যালারি একাউন্ট হয় তাহলে এজেন্টে ক্যাশ আউট চার্জ পড়বে হাজারে ৯ টাকা।
  • আর এটিএম থেকে স্যালারি একাউন্টে ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। 

রকেট একাউন্ট দেখাে নিয়ম

অ্যাপের সাহায্যে এক ট্যাপেই আপনি খুব সহজই
 রকেট একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।তবে বাটন মোবাইলের ক্ষেত্রে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে।

বাটন মোবাইল দিয়ে রকেট একাউন্ট দেখার জন্য 
  • ডায়াল করুন *৩২২#। 
  • এরপর ব্যালেন্স চেক করার জন্য My Acc অপশনে যেতে ৫ লিখে রিপলাই দিন।
  • এই ধাপে আপনার রকেট একাউন্টের গোপন পিন দিন।
  • আপনার গোপন পিনটি যদি সঠিক হয় তাহলে আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। 

FAQ - প্রশ্নোত্তর

রকেট একাউন্ট খুলতে কি কি লাগবে?

  • জাতীয় পরিচয়পত্র
  • একটি সক্রিয় সিম
  • একটি স্মার্ট ফোন বা বাটন মোবাইল
  • রকেট অ্যাপ

রকেট একাউন্টে ক্যাশ আউট চার্জ কত?

উত্তরঃ ১ হাজারে ১৬.৭০ টাকা


পরিশেষে

রকেট একাউন্ট খোলার নিয়ম | How to Open Rocket Accaunt এই আর্টিকেলে আমরা রকেট একাউন্ট খোলার একদম সহজ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছি।এই আর্টিকেল অরুসরণ করেও যদি রকেট একাউন্ট খুলতে সমস্যা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা একদম ফ্রিতে রকেট একাউন্ট খুলে দিবো।




আপনার জন্য প্রয়োজনীয় কিছু আর্টিকেলঃ-




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url